আইপিএলে বেশ ভালোই খেলছিলেন বাংলাদেশি তারকা মুস্তাফিজ অবশ্য তারপরেও বসিয়ে রাখা হয়েছে ব্যাক বেঞ্চে। বিশ্বের অনেক ভালো ভালো ক্রিকেটারি কোনো না কোনো ক্রিকেটারের কৌশল অবলম্বন করেন সাইমন ডুলে তার কাছে মনে হয়েছে মুস্তাফিজ সবার থেকে আলাদা এবং ওর মধ্যে এই কি্রকেটারের মিল পাওয়া যায়।
সাইমন ডুলের সঙ্গে আলাপচারিতায় মুস্তাফিজকে নিয়ে আথারটন বলেন, ‘আধুনিক ক্রিকেটে স্লোয়ার বলের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান অন্যতম সেরাদের একজন। যা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।’
মুস্তাফিজ নামে পেসার হলেও সে মূলত একজন মিডিয়াম পেস বোলার। সাধারণত ১৪০ কি.মি গতিতে বোলিং করে থাকেন বাঁহাতি এই পেসার। তবে স্লোয়ারের ক্ষেত্রে মুস্তাফিজের বলের গতি কমে আসে ১১৫ কি.মিতে। কাটার দিয়ে বেশ পরিচিত হলেও বর্তমানে ব্যাটারদের ভোগাতে স্লোয়ার ব্যবহার করে থাকেন মুস্তাফিজ।
এদিকে মুস্তাফিজের বোলিং অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ ডুল। বিশেষ করে রিস্ট পজিশনের ভূয়সী প্রশংসা করেছেন। শুধু তাই নয়, লঙ্কান স্পিন গ্রেট মুত্তিয়া মুরালিধরন এবং মুস্তাফিজের বোলিংয়ের রিস্ট পজিশনিং একই রকম বলে মন্তব্য করেছেন ডুল।
এ প্রসঙ্গে ডুল বলেন, ‘আমার মনে হয়ে রিস্ট পজিশনের ক্ষেত্রে সে (ফিজ) অনেকটা মুরালিধরনের মতো। যদিও সে একজন দ্রুতগতির বোলার। আপনি যদি মুস্তাফিজের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সে তার রিস্ট দিয়ে কি করতে পারে।‘
‘তার অ্যাকশনটা আমার খুব পছন্দের। তার কাটার এবং স্লোয়ার বলে রিস্ট পজিশন প্রায় একই রকম। আমরা দেখে থাকি স্পিনাররা অনেকটা এভাবে বল করে। সে এভাবেই বল করে এবং বছরের পর বছর ব্যাটারদের ভোগাচ্ছে।’