Home / আর্ন্তজাতিক / অজগরের পেটে নারী

অজগরের পেটে নারী

মধ্য ইন্দোনেশিয়ায় এক নারীকে গিয়ে খেয়েছে ২৩ ফুট (৭ মিটার) লম্বা এক অজগর।

দক্ষিণ-পূর্বাঞ্চলের সুলাওয়েসি প্রদেশের মোনা দ্বীপের গ্রাম প্রধান ফারিস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের ৫৪ বছর বয়সী নারী ওয়া তিবা তার সবজি ক্ষেতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

শুক্রবার ওয়া তিবার পরিবারের সদস্যরা তার সন্ধানে ক্ষেতে গেলে শুধুমাত্র স্যান্ডেল ও লাইটসহ কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখেন।

শনিবার পরিবারের সদস্য ও গ্রামবাসী মিলে পুনরায় তল্লাশি শুরু করলে ঘটনাস্থলের ৫০ মিটার দূরে এক পেটমোটা সাপ দেখতে পান।

পরে গ্রামবাসী সাপটি মেরে যখন পেট কাটেন তখন তারা পোশাক পরা অবস্থায় ওই নারীর দেহ খুঁজে পান।

About rangpur24news

Check Also

কেন মুখোশ পড়ে ইরানের এই নারীরা?

প্রাচীন পারস্য সভ্যতার দেশ ইরান। সেই সভ্যতার চিহ্ন এখন টিকে আছে ধ্বংসাবশেষে। কিন্তু ইরানিদের সংস্কৃতিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *