বিনোদন প্রতিবেদক:
রাশিয়া বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র এক সপ্তাহ। এ নিয়ে সবার মধ্যে চলছে চরম উত্তেজনা।
এই উত্তেজনায় পারদ চড়াতে আসছে ব্রাজিল ভক্তদের জন্য নির্মিত মিউজিক ভিডিও। পুরো ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে এফডিসিতে।
এতে দেখা যাবে খল অভিনেতা অভিনেতা মিশা সওদাগরকে। শাহিন ওয়াহিদের সঙ্গীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সাজু আহমেদ। আর মিউজিক ভিডিওতে জুটিবদ্ধভাবে উপস্থিত হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা বিপাশা কবির।
জানা গেছে, মিশা জয়, বিপাশা এই মিউজিক ভিডিওতে কাজ করে পারিশ্রমিক নেননি। শুধু তাই নয় বেশ আগ্রহের সাথে নাকি সকলে এতে কাজ করেছেন বলে জানান ভিডিওটির তত্ত্বাবধানে থাকা আকাশ নিবির। তার কথা ও সুরেই গানটি করা হয়েছে। এছাড়াও এতে মডেল হয়েছেন জারা ও দিয়াসহ একাধিক কুশলী। আগামী বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে ব্রাজিলের প্রোমোশনাল গানটি লাইভ টেকনোলজির অফিসিয়াল চ্যানেল থেকে মুক্তি পাবে।